শেয়ার করুন বন্ধুর সাথে

যে পর্দা দিয়ে কেবল দ্রবণের দ্রাবক অনু চলাচল করতে পারে কিন্তু দ্রাব অণু চলাচল করতে পারে না তাকে অর্ধভেদ্য পর্দা বলে। যেহেতু মাছের পটকার মধ্যদিয়ে দ্রাবক অনু চলাচল করতে পারে কিন্তু দ্রাব অণু চলাচল করতে পারে না তাই মাছের পটকা কে অর্ধভেদ্য পর্দা বলা হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ