শেয়ার করুন বন্ধুর সাথে

মানুষের মৃত্যুর পর চুল ও নখ বড় হয় না।কারন এগুলো বড় হতে হলে গ্লুকোজের প্রয়োজন হয়।কিন্তু মৃত কোষে গ্লুকোজ থাকে না। নখগুলো আর বৃদ্ধি না পেলেও এর চারপাশের চামড়াগুলো সংকুচিত হয়ে আসে। তখন মনে হয় যেন নখগুলোই আকারে বাড়ছে। চুলের ক্ষেত্রেও ঘটে কমবেশি একই ঘটনা। মৃত্যুর পর যখন চিবুকের চামড়াগুলো সংকুচিত হয়ে আসে তখন মনে হয় যেন দাড়ি-গোঁফগুলো আকারে বাড়ছে। আর মাথার খুলির ওপরে থাকা চামড়া সংকোচনের কারণে মনে হয় চুল বড় হচ্ছে। ফলে এখন যদি কারো কাছে শোনেন মৃত ব্যক্তির চুল-নখ বড় হওয়ার গল্প, তাহলে শিউরে উঠবেন না। জিনিসগুলো ভুতুরে গল্প-সিনেমাতেই হয়, বাস্তবে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ