শেয়ার করুন বন্ধুর সাথে

এমএমকিট সেবন করলে রক্তপাত হবে এটাই স্বাভাবিক ৷ তবে যদি প্রচন্ড রক্তপাত হয়, মানে এক ঘন্টায় দুইটি প্যাড লাগে তাহলে ঔষধ সেবন করতে হবে ৷ এরকম না হয়ে হালকা হালকা মাঝে মাঝে রক্তপাত হলে কোন ঔষধ দরকার নেই ৷  যাইহোক বেশিমাত্রায় রক্তপাত হলে ট্রানেক্সেমিক এসিড যুক্ত ঔষধ (যেমন Xamic ক্যাপসুল ) সেবন করা যেতে পারে৷ তাছাড়া রক্তপাত যদি দশ দিনের বেশি সময় ধরে চলে তাহলে Metherspan ট্যাবলেট খেলে তা সেরে যাবে৷ তবে সমস্যা যাই হোক চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন না করাই উত্তম ৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ