এখন থেকে যে কোন প্রকার জন্মনিয়ন্ত্রণ ইমার্জেন্সি  পিল খাবেনা এবং ভবিষ্যৎ ও খাবেন না৷  এভাবেই অনিরাপদ সহবাস করুন।সঠিক টাইমে সহবাস করার চেষ্টা করুন। দুই মাসিকের মাঝামাঝি সময় আপনি অবশ্যই পিল কিংবা কনডম ছাড়াই সহবাস করবেন একাধিক বার৷ আর বীর্য যোনিতে প্রবেশ করাবেন। যদি কোন রকম সমস্যা না থাকে তাহলে গর্ভধারণ হবে ৷  আর ফলিক এসিড সমৃদ্ধ খাবার বা ট্যাবলেট খাবেন প্রতিদিন ৷ সাথে ভিটামিন ই খেতে পারেন ৷ এভাবে যতদিন গর্ভ সঞ্চার না হয় চালিয়ে যান ৷ 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ