মেয়ে পটাতে হয় এর প্রথম ধাপই হল- আই কন্ট্রাক্ট। চোখ মনের কথা বলতে পারে, আপনার চোখের মেয়েরা চোখে চোখ রেখে কথা বলা পছন্দ করে। আরে ভাই, এক্ষুনি পাগল যাবেন না, আগে তো শিখতে হবে কিভাবে আই কন্ট্রাক্ট ভাষায় যদি তাকে বোঝাতে পারেন যে তাঁর সঙ্গ আপনার ভাল লাগে, তাঁর সাথে থেকে আপনি বেজায় খুশি, তাহলেই হবে। বাকিটা সে বুঝে নিবে। বডি ফিটনেস ছেলেদের প্রতি মেয়েদের প্রধান আকর্ষণই হলো ছেলেদের বডি ফিটনেস। একটা মেয়ে অবশ্যই হ্যাংলা কিংবা মোটা একজন ছেলের প্রতি আকর্ষণ বোধ করে না। তাই বডি ফিট করুন। ইচ্ছাপূরণ অনেকে বলেন, অন্যের মত আদায়ের জন্য আপনাকে তাদের চাওয়া-পাওয়া পূরণ করতে হবে। প্রাথমিক অবস্থায় মানুষ সাধারণত স্বার্থহীনভাবেই সবকিছু চিন্তা করেন। আপনার বক্তব্যের মাঝে কেউ তার স্বার্থসংশ্লিষ্ট বিষয় মাথায় আনার আগেই তার ইতিবাচক মতামত বাগিয়ে নিতে হবে আপনার। তবুও তাদের এসব চাহিদা মাথায় রেখে বক্তব্য সাজাতে পারেন যেখানে জরুরি ভিত্তিতে তাদের চাহিদা পূরণের আভাস থাকতে পারে। আর এর ফলেই আপনার প্রতি তাদের জবাব হ্যাঁ-সূচকই হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ