ইসলাম ও নৈতিক শিক্ষা     ১. ঈমান ও আকাইদ- আল্লাহ তা’আলা, রসুল(স), ফেরেশতা (আ), কিতাব ও আখিরাত সম্পর্কে জানা এবং ঈমান আনা। (প্রাথমিক শিক্ষার প্রন্তিক যোগ্যতা-ধারা ১,২,৩) ২. ইবাদত- পাক-পবিত্রতা ও পরিষ্কার-পরিছন্নতা, সালাত, সাওম, হাজ্জ,যাকাত ও ব্যবহারিক দু’আ জানা এবং অনুশীলন করা। (প্রাথমিক শিক্ষার প্রান্তিক যোগ্যতা-ধারা ২, ৩, ২২, ২৬) ৩. আখলাক বা নৈতিক গুণাবলি সম্পর্কে জানা এবং নিজের জীবনে বাস্তবায়ন করা। ৪. কুরআন মাজীদ সহীহ করে তিলাওয়াত করতে পারা। প্রতি দিন তিলাওয়াত করা এবং নির্ধারিত সূরাগুলো মুখস্ত করা। ৫. কুরআন মাজীদে উলিস্নখিত নবি- রসুল(স) গণের নাম জানা এবং নিম্নের নবি রসুলগণের জীবনাদর্শ জানা । হযরত মুহাম্মদ (স), হযরত আদম(আ), হযরত নূহ(আ), হযরত ইবরাহীম (আ), হযরত ইসমাইল (আ), হযরত ইউসুফ(আ), হযরত মূসা (আ), হযরত দাউদ (আ) ও হযরত ঈসা (আ)।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ