ডি,এন,সি( D&C) হচ্ছে dilation and curettage procedure. এর সংক্ষিপ্ত আকার। এই প্রক্রিয়াটি করা হয় মহিলাদের জরায়ুতে এবং জরায়ু থেকে টিস্যুর স্যাম্পল বা নমুনা সংগ্রহ করার জন্য। এই নমুনা পরীক্ষা করে ২ টি কাজ করা হয় মূলত -  ১)  কোন মিস ক্যারেজ বা অ্যাবরশান হওয়ার পর ডি,এন,সি করে পুরো প্রক্রিয়া শেষ করা হয়।  ২) জরায়ুতে কোন অস্বাভাবিকতা থাকলে তা সনাক্ত করার জন্য ডি,এন,সি করা হয়৷  কিভাবে ডিএন্ডসি করে ? ডি এন্ড সি করার জন্য প্রথমে আপনাকে শুতে হবে । পা দুটো ফাকা স্টিরাপ্সে রাখা থাকবে ।এরপর চিকিৎসক যোনিতে বা ভ্যাজাইনাতে স্পেকুলাম ঢুকিয়ে ক্ল্যাম্পের সাহায্যে সঠিক যায়গায় সারভিক্সটিকে ধরে রাখেন । কোন স্টিচ বা কাটা ছাড়াই ডি অ্যান্ড সি করা হয়ে থাকে ।  দুটি ধাপে ডিঅ্যান্ডসি করা হয়ে থাকে৷ যেমন-  প্রথম: ডায়লেশন-  এই পদ্ধতিতে ইউটেরাসের নিচের অংশে (সারভিক্স) এক বিশেষ যন্ত্র প্রবেশ করায় হয় যাকে বলে লামিনারিয়া অথবা ওষুধ দিয়ে ভ্যাজাইনার মুখ অপেক্ষাকৃত চওড়া করেও দেওয়া যায় , যার সাহায্যে সারভিক্স বিস্তৃত খোলা যায়৷  দ্বিতীয়:  কিউরেটেজ - এই পদ্ধতিতে বড় চামুচের মত একটি যন্ত্র ভ্যাজাইনাতে প্রবেশ করিয়ে ইউটেরাসের ভিতর ঘোরানো হয় । ওই যন্ত্রটিকে বলে কিউরেট । ইউটেরাস থেকে জীবানু বের করে আনতে চিকিৎসক ক্যানুলাও ব্যবহার করতে পারেন । এর জন্য আপনি সামান্য শিরটানও অনুভব করতে পারেন৷ 

Talk Doctor Online in Bissoy App