শেয়ার করুন বন্ধুর সাথে

প্রেগনেন্সিতে যেসব ভ্যাক্সিন নেওয়া থেকে বিরত থাকতে হবে সেসব ভ্যাক্সিন জন্মের পরপরই বাচ্চাকেই দিতে হবে। ভ্যাক্সিন গুলো হলঃ ১.হেপাটাইটিস এ: বাচ্চা যাতে হেপাটাইটিস এ ভাইরাসে আক্রান্ত না হয় তাই এ ভ্যাক্সিন দেওয়া আবশ্যক। ২.Measles,Mumps,Rubella(MMR): বাচ্চার জন্মের ১২ মাস -১২ বছর বয়সের মধ্যে এ টিকা দেওয়া হয়। ৩.ভ্যারিসেলা(Varicella): এই ভ্যাক্সিনটি Chicken pox এর বিরুদ্ধে কাজ করে। ২ বছর বয়সের পর থেকে এ ভ্যাক্সিন দেওয়া যাবে। ৪.Pneumococcal:  এটি বাচ্চাকে নিউমোনিয়ার বিরুদ্ধে শরীরে প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ৫.Oral Polio Vaccin(OPV) এবং Inactivated Polio Vaccin(IPV):  অনাগত শিশুকে পোলিও হওয়ার আক্রমণ থেকে রক্ষা করার জন্য দেওয়া হয়। পোলিও ভ্যাক্সিনের মোট চারটি ডোজ। ৪ টি ডোজ যথাক্রমে বাচ্চার জন্মের ২ মাস,৪ মাস,১৮ মাস এবং ৬ বছর বয়সে দিতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ