শেয়ার করুন বন্ধুর সাথে

২০১৯ সালে মোট ১২ জন নোবেল পুরষ্কার পান।  ১। চিকিৎসা ক্ষেত্রে নোবেল পুরষ্কার পান ৩ জন ৷ তারা হলেন -  ক। অধ্যাপক স্যার পিটার র‍্যাটক্লিপ-  যুক্তরাজ্য খ । উইলিয়াম ক্যালিন- যুক্তরাষ্ট্র গ। গ্রেগ সেমেঞ্জা - যুক্তরাষ্ট্র নোবেল পাওয়ার কারনঃ কোষ কিভাবে অক্সিজেনের উপস্থিতি অনুভব করে এবং সাড়া দেয় অর্থাৎ প্রাণীর কিভাবে অক্সিজেনের প্রপ্যাতার সাথে খাপ খাইয়ে নেয় সেই রহস্য উন্মোচন করার কারণে। ২। রসায়নে নোবেল পুরষ্কার পান ৩ জন ৷ তারা হলেন -  ক। জন বি গুডএনাফ, খ। এম স্ট্যানলি হুইটিংগাম, গ। আকিরা ইয়োশিনো নোবেল পাওয়ার কারনঃ লিথিয়াম আয়ন ব্যাটারি উন্নয়নের জন্য তিন বিজ্ঞানীকে এবার রসায়নে নোবেল পুরষ্কার দেওয়া হয়েছে ৷  ৩। পদার্থ বিজ্ঞানে নোবেল পুরষ্কার পান ৩ জন ৷ তারা হলেন -  ক। জেমস পিবলস - কানাডা খ। মাইকেল মেয়র - সুইজারল্যান্ড গ। দিদিয়ের কুলোজ - সুইজারল্যান্ড কারনঃ পরিভ্রমণর এক্সপ্লানেটের আবিষ্কারের জন্য। ৪। সা‌হিত্য নোবেল পুরষ্কার পান ২ জন ৷ তারা হলেন -  ক) ২০১৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন: পোলিশ লেখক ওলগা তোকারজুক। খ) ২০১৯ সালে সা‌হি‌ত্যে নো‌বেল পুরস্কার পে‌য়ে‌ছেন: অস্ট্রিয়ান লেখক পিটার হান্দক। ৫। শান্তিতে নোবেল পুরষ্কার পান ১ জন    ৷ আর তিনি হলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী ‘আবি আহমেদ আলি’। যিনি প্রতিবেশী দেশ ইরিত্রিয়ার সঙ্গে দীর্ঘদিনের দ্বন্দ্ব নিরসেন কারিগর হিসেবে বিবেচিত হয়ছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ