Share with your friends

আপনার ব্রাউজার থেকে আপনি কোন সাইটে লগইন করলে সেটা কিন্তু মাঝখানে আরো কয়েকটি কম্পিউটার ঘুরে তারপর ওয়েবসাইটের সার্ভারে পৌঁছাবে। তাহলে আপনার দেয়া তথ্যের নিরাপত্তা কী? এই সাইটেও তো লগইন করলেন; এখন যদি আপনার ইউজারনেম, পাসওয়ার্ড অন্য কারো হাতে চলে যায়? আবার মনে করুন, আপনার একটি ইকমার্স ওয়েবসাইট আছে। এখন যদি আপনার সাইটে একটি লগইনঅপশন থাকে, তবে আপনার সাইট ব্যবহারকারীদের ইউজারনেম এবং পাসওয়ার্ড যে আপনি সুরক্ষা করতে পারবেন, সেটা ব্যবহারকারীদের বোঝাতে আপনার ওয়েবসাইটের একটি নিরাপত্তা সার্টিফিকেট প্রয়োজন। সেই সাথে মূল্যবান অন্য তথ্য, যেমন ক্রেডিট কার্ডের তথ্য যাতে ব্যবহারকারীর অজান্তে অন্য কারো হাতে না যেতে পারে, সেজন্যে তথ্যের সুরক্ষার ব্যবস্থা করা আবশ্যক। SSL (সিকিউর সকেট লেয়ার) ব্যবহারকারীর ব্রাউজার এবং ওয়েবসার্ভারের (সাধারণত ওয়েবসাইটের) মধ্যে একটি সুরক্ষিত সংযোগ স্থাপন করতে সহায়তা করে। SSL এর চাইতে আরো উন্নত হল TLS (ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি) , যদিও SSL নামেই এই নিরাপত্তা প্রযুক্তি পরিচিত হয়ে গেছে। ভুলে যাবেন না, TLS ও SSL এর মধ্যে পার্থক্য আছে। এই ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা ওয়েব সার্ভারে ইনস্টল করা হলে, এটি প্যাডলক এবং https সক্রিয় করে। যেসব ওয়েবসাইটের এই নিরাপত্তাব্যবস্থা আছে, দেখবেন তাদের এড্রেসে https (হাইপারটেক্সট ট্রান্সফার প্রটোকল সিকিউর) লেখা আছে। তার আগে একটি তালা আইকন আছে, ঐটাই প্যাডলক। যে ব্যবস্থায় তথ্যকে নিরাপদ করা হয়, তা হচ্ছে ক্রিপ্টোগ্রাফিক প্রটোকল। সূত্র: বাংলা কোরা 

Talk Doctor Online in Bissoy App