শেয়ার করুন বন্ধুর সাথে

পবিত্র কুরআনের সূরা আত-তাওবার ৬০ নাম্বার আয়াতে যাকাত বন্টনে আটটি খাত আল্লাহ তায়ালা নির্ধারন করেছেন। এই খাতগুলো সরাসরি কুরআন দ্বারা নির্দ্দিষ্ট, এবং যেহেতু তা আল্লাহর নির্দেশ, তাই এর বাইরে যাকাত বণ্টন করলে যাকাত, ইসলামী শরিয়ত সম্মত হয় না। ফকির (যার কিছুই নেই) মিসকীন (যার নেসাব পরিমাণ সম্পদ নেই)  যাকাত আদায়ে নিযুক্ত কর্মচারী (যার অন্য জীবিকা নেই)  (অমুসলিমদের) মন জয় করার জন্য ক্রীতদাস (মুক্তির উদ্দেশ্যে) ধনী সম্পদশালী ব্যক্তি যার সম্পদের তুলনায় ঋণ বেশী (স্বদেশে ধনী হলেও বিদেশে) আল্লাহর পথে জেহাদে রত ব্যক্তি মুসাফির (যিনি ভ্রমণকালে অভাবে পতিত)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ