শেয়ার করুন বন্ধুর সাথে

কুরবানীর নিয়ত: (যবেহ করার পূর্বে)  “ ইন্নী ওয়াজ্জাহ্তু ওয়াজ্হিয়া লিল্লাযী ফাত্বারাস সামাওয়াতি ওয়াল আরদ্বা হানীফাঁও ওয়ামা আনা মিনাল মুশরিকীন।  ইন্না ছলাতী ওয়া নুসুকী ওয়া মাহ্ইয়াইয়া ওয়া মামাতী লিল্লাহি রব্বিল আলামীন। লা শারীকালাহু ওয়া বি যালিকা উর্মিতু ওয়া আনা মিনাল মুসলিমীন।  আল্লাহুম্মা মিন্কা ও লাকা।”  এ  দোয়া  পড়ে  ‘বিস্মিল্লাহি আল্লাহু আকবর’ বলে যবেহ করতে হবে।  যবেহ করার পর এ দোয়া পড়বে-  “আল্লাহুম্মা তাক্বাব্বালহু মিন্নী কামা তাক্বাব্বালতা মিন্ হাবীবিকা সাইয়্যিদিনা রসূলিনা হাবীবিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও সাইয়্যিদিনা হযরত খালীলিকা ইব্রাহীমা আলাইহিস সালাম।”  যদি নিজের কুরবানী  হয়, তবে ‘মিন্নী’ বলতে হবে। আর যদি অন্যের  কুরবানী হয়, তবে ‘মিন্’ শব্দের পর যার বা যাদের কুরবানী, তার বা তাদের নাম উল্লেখ করতে হবে। আর যদি অন্যের সাথে শরীক হয় তাহলে ‘মিন্নী’ও বলবে অতঃপর ‘মিন্’ বলে অন্যদের নাম বলতে হবে। কেউ যদি উপরোক্ত নিয়ত না জানে, তাহলে যবেহ করার সময় শুধু ‘বিস্মিল্লাহি আল্লাহু আকবর’ বলে কুরবানী করলেও শুদ্ধ হয়ে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ