শেয়ার করুন বন্ধুর সাথে

রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে জন্ডিস দেখা দেয় ৷ আমাদের রক্তের লোহিত কণিকাগুলো একটা সময়ে স্বাভাবিক নিয়মেই ভেঙ্গে গিয়ে বিলিরুবিন তৈরি করে যা পরবর্তীতে লিভারে প্রক্রিয়াজাত হয়ে পিত্তরসের সাথে পিত্তনালীর মাধ্যমে পরিপাকতন্ত্রে প্রবেশ করে। অন্ত্র থেকে বিলিরুবিন পায়খানার মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায়। বিলিরুবিনের এই দীর্ঘ পথ পরিক্রমায় যে কোনো অসঙ্গতি দেখা দিলে রক্তে বিলিরুবিন বেড়ে যায় আর দেখা দেয় জন্ডিস। জন্ডিসের লক্ষণ সমূহঃ ১) জন্ডিসের প্রধান লক্ষণ হল চোখ ও প্রসাবের রং হলুদ হয়ে যাওয়া আবার সমস্যা বেশি হলে পুরো শরীর গাঢ় হলুদবর্ণ ধারণ করতে পারে। ২) শারীরিক দুর্বলতা। ক্ষুধামন্দা। ৩) জ্বর জ্বর অনুভূতি কিংবা কাঁপানি দিয়ে জ্বর আসা। ৪) বমি বমি ভাব অথবা বমি হয়। ৫)মৃদু বা তীব্র পেট ব্যথা হয়। ৬) অনেকসময় পায়খানা সাদা হয়ে যাওয়া। ৭)সারা শরীরে চুলকানি হয়। ৮) যকৃত শক্ত হয়ে যাওয়া।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ