শেয়ার করুন বন্ধুর সাথে

শিশুর সর্দি যদি পাতলা পানির মত স্বচ্ছ হয়ে থাকে তাহলে শুধু এন্টিহিস্টামিন খেলেই সর্দি সেরে যাবে ৷ কিন্তু সর্দি যদি পুরাতন হয় অর্থাৎ অনেক গাঢ় সর্দি বের হয় তাহলে এন্টিবায়োটিক সেবন করাতে হবে ৷ পাতলা সর্দির জন্য সাধারণত ৫ বছর পর্যন্ত Deslor (ডেসলর) সিরাপ ভালো কাজ করে ৷ আধা চামুচ করে সিরাপ প্রতিদিন রাতে খাওয়াবেন ৷ গাঢ় সর্দি বের হলে Tycil (টাইসিল) সিরাপ এক চামুচ করে দিনে তিনবার সাত দিন খাওয়াতে হবে ৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ