এই দুয়াটি হচ্ছে শবে কদর রাতের দুয়া ৷ আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফা ফু আন্নি। অর্থঃ হে আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালবাস, অতএব আমাকে ক্ষমা কর। এই দুয়াটি আপনি কদরের রাতের যেকোন সময় বলতে পারেন ৷ নামাজে, মুনাযাতের সময়, যিকিরের সময়, এমনকি বিশ্রাম নিতে নিতে, বিছানায় শুইয়ে পড়তে পারেন ৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ