শেয়ার করুন বন্ধুর সাথে

যাকাত শব্দের অর্থ বৃদ্ধি পাওয়া। পবিত্রতা অর্থেও এটি ব্যবহৃত হয়। আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে শরিয়তের নির্ধারিত পরিমাণ সম্পদের নির্দিষ্ট অংশ দান করে দেওয়াকে যাকাত বলে। যাকাত ইসলামের ৫ টি ভিওির মধ্যে একটি। যাকাত ছাড়া দ্বিন পরিপূর্ণতা লাভ করে না। ইসলাম সাম্য ও ভ্রাতৃত্যের ধর্ম। একজনের হাতে নিপুল সম্পদ জড় হওয়াকে ইসলাম পছন্দ করে না। ইসলাম চায় ধনী গরীব স্বচ্ছন্দে জীবন যাপন করুক। কোনো ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে তার উপর যাকাত ফরজ।নিসাবের পরিমাণ কমপক্ষে সাড়ে সাত তোলা সোনা অথবা সাড়ে বায়ান্ন তোলা রূপার সমতুল্য সম্পদ বা অর্থ । ঐ পরিমাণ সম্পদ কারো নিকট পূর্ণ এক বছরকাল স্থায়ী থাকলে তার উপরে যাকাত ফরজ হয়। যাকাত দিতে হয় চল্লিশ ভাগের এক ভাগ অর্থাৎ ২.৫ % ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ