শেয়ার করুন বন্ধুর সাথে

সাধারণত নারীদের মাসিক স্রাব স্থায়ী ভাবে বন্ধ হয়ে যাওয়াকে মেনোপজ বা রজঃনিবৃত্তি বলে ৷ মেনোপজ হলে আর গর্ভবতীও হওয়া যায় না। এসময়ে হরমোনের পরিবর্তনের কারণে মেনোপজের বিভিন্ন শারীরিক উপসর্গ দেখা যায়। এর ফলে ঘুমের ব্যাঘাত ঘটে, শক্তির ক্ষয় হয় এবং মানসিক অবসাদ দেখা দেয়। মেনোপজের দুইটি ধাপ আছে। যেমন : পেরিমেনোপজ (Perimenopause) : এক্ষেত্রে মাসিক চলতে থাকে তবে এর সাথে মেনোপজের উপসর্গও দেখা দেয়। হরমোনের মাত্রা অস্বাভাবিকভাবে উঠা-নামা করে। এছাড়া অতিরিক্ত গরম লাগা (Hot flash) ও অন্যান্য উপসর্গ দেখা যায়। Perimenopause ৪-৫ বছর বা এর বেশি সময় স্থায়ী হয়। এসময় গর্ভবতী হওয়ার সম্ভবনা থাকলেও তা খুব বেশি দেখা যায় না। পোস্টমেনোপজ (Postmenopause) : শেষ মাসিক হবার ১২ মাস পর পোস্ট মেনোপজ হতে দেখা যায়। এসময় ডিম্বাশয় (Ovary) থেকে খুব কম ইস্ট্রোজেন (Estrogen) এবং প্রোজেস্টেরন (Progestarone) উৎপাদিত হয়। মেনোপজের লক্ষণ ও উপসর্গঃ মাসিক শেষ হবার এক বছর পর সাধারণত মেনোপজের লক্ষণ ও উপসর্গ দেখা দেয়। যেমন : অনিয়মিত মাসিক অনুর্বরতা (Decreased fertility) যোনিপথ শুষ্ক থাকা শরীরের উপরের অংশে অতিরিক্ত গরম লাগা (Hot flash) অনিদ্রা বা ঘুমে ব্যাঘাত মেজাজ উঠা-নামা করা (Mood swings) মেদ বা ওজন বৃদ্ধি পাওয়া রক্তচাপ বেড়ে যাওয়া চুল পাতলা হয়ে যাওয়া স্তন ছোট হয়ে যাওয়া যৌনাকাঙ্ক্ষা কমে যাওয়া ইত্যাদি লক্ষণ দেখা যায় ৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ