শেয়ার করুন বন্ধুর সাথে

না রোজা পালন করা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা ভাঙ্গে না। (সুনানে কুবরা বায়হাকি: ৪/২৬৪) হাদিস শরিফে এসেছে, হযরত আবু সাঈদ খুদরী রা. বলেন, নবি করিম সা. বলেছেন- তিনটি জিনিস রোজা ভঙ্গের কারণ নয়। যথা: বমি, শিঙ্গা লাগানো ও স্বপ্নদোষ। (সুনানে নাসাঈ, বাইহাকী ৪/২৬৪; আদ্দুররুল মুখতার ২/৩৯৬) ৷ তবে এ স্বপ্নদোষ স্বতঃপ্রণোদিত ভাবে না হতে হবে। এমনিভাবে যদি কোনো ব্যক্তির চিন্তায় আচমকা কোনো যৌন ভাবনা এসে উদয় হয় বা কোনো যৌন উত্তেজক চিন্তা চলে আসে যা সে স্বতঃপ্রণোদিতভাবে মাথায় আনেনি। আর এতে তার বীর্যপাত ঘটে যায় তাহলেও তার রোজা ভাঙবে না। এক্ষেত্রে হুকুম হলো, স্বপ্নদোষ হয়েছে এমনটা বোঝা মাত্রই ফরজ গোসল করে নিজেকে পবিত্র করে নিতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ