এইধরনের বিভ্রমকে বলে স্টোবোসস্কোপিক এফেক্ট সাধারণত মুভিতে প্রতি সেকেন্ডে ২৪ টা ছবি দেখা যায়। তাই গাড়ির চাকা যদি সেকেন্ডে ২৪ বার ঘুরে, তবে তাকে স্থির মনে হবে। কিন্তু গাড়ির চাকা মূলত এর চেয়েও বেশি বেগে ঘোরে। এজন্য মনে হয় যে এটা হয়তো উল্টো দিকে ঘুরছে!

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ