দোয়াটি হল আল্লাহুম্মা ইন্নী আউযূবিকা মিনাল বারাছি ওয়াল জুনূনি ওয়াল জুযামি ওয়ামীন সাইয়্যিল আসক্বম।অর্থ হে আল্লাহ আপনি ধবল ,উন্মাদনা , কুষ্ট সহ সকল প্রকার দোরারোগ্য ব্যাধি হতে আপনার কাছে পানাহ চাই।এই ভাইরাসটা নিশ্চয় আল্লাহর গজব এটি আমাদের পাপের কারনে আল্লাহ তায়ালা পাঠিয়েছে অতএব আমরা বেশি বেশি দোয়া ও ক্ষমা আস্তগফিরুল্লাহ পাঠ করব যাতে আমরা এ রোগের সম্মুখিন না হই ।আমাদের নবি এরকম রোগ যার কোনো ঔষধ নেই তা থেকে পানাহ চেয়েছিলেন আমরাও আল্লাহর কাছে পানাহ চাইব।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ