শেয়ার করুন বন্ধুর সাথে

পেরি পেরি চিকেন তৈরির রেসিপি: উপকরণ: ৫০০ গ্রাম মুরগির রানের মাংস, ১ চা চামচ+১/৪ কাপ+৩ টেবিল চামচ অলিভ অয়েল বা তেল, ৫-৬টি লাল মরিচ, ৬-৮টি রসুনের কোয়া, ১টি মাঝারি আকৃতির পেঁয়াজ, ২-৩টি ফ্রেশ ওরিগেনো, কয়েকটি পার্সলি পাতা, ১ চা চামচ লাল মরিচ গুঁড়ো বা পাপরিকা পাউডার, লবণ স্বাদমত, ১ টেবিল চামচ লাল ভিনেগার, ২ টেবিল চামচ লেবুর রস, ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো, ১ টেবিল চামচ মাখন। প্রণালী: ১। প্রথমে ওভেন ১৮০ ডিগ্রী সেলসিয়াসে প্রি হিট করে নিন। ২। চুলায় প্যান গরম করতে দিয়ে এতে ১ টেবিল চামচ অলিভ অয়েল, লাল মরিচ এবং রসুন কুচি দিয়ে দিন। ৩। রসুন লাল হয়ে এলে এতে পেঁয়াজ কুচি দিয়ে ৪-৫ মিনিট রান্না করে নামিয়ে রাখুন। ৪। এবার মরিচ, পার্সলি, পাপরিকা, ওরিগেনো, লবণ, লেবুর রস, গোলমরিচ গুঁড়ো, লাল ভিনেগার এবং ৩ টেবিল চাচা মচ অলিভ অয়েল দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। একে পেরিপেরি সস বলা হয়। ৫। তারপর মাংসের টুকরোগুলো একটু করে কেটে নিন। ৬। এবার পেরিপেরি সস দিয়ে মাংসগুলো মাখিয়ে ফেলুন, ৭। মেরিনেট করা মাংসগুলো ২-৩ ঘন্টা ফ্রিজে রেখে দিন। ৮। এবার এই মেরিনেট করা মাংসগুলো ওভেনের ট্রেতে সাজিয়ে ওভেনে দিয়ে দিন। ৯। ১৫ থেকে ১৮ মিনিট ওভেনে বেক করুন। ১০। ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে পরিবেশন করুন মজাদার পেরি পেরি চিকেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ