রাস্তায় পেট্রোলবাহী গাড়ির পেছনে লোহার শিকল ঝুলতে দেখা যায়। শিকলটি রাস্তা ও ভূমি পর্যন্ত থাকে। এই ঝোলানো শিকলের বৈজ্ঞানিক যুক্তি আছে। গাড়িতে পেট্রোল এদিক-ওদিক নড়াচড়া করার সময় আধারে লোহার সঙ্গে পেট্রোলের ঘর্ষণ হয়, আর এরই ফলে স্থির তড়িৎ উৎপন্ন হয়। আবার রাবার তড়িতের জন্য অপরিবাহী। গাড়ির চাকা রাবার দিয়ে তৈরি ফলে অপরিবাহী রাবার দিয়ে বিদ্যুৎ মাটিতে পৌঁছাতে পারে না। পেট্রোল থেকে উৎপন্ন তড়িৎ অপরিবাহী রাবার রোধ করে। অনবরত ঝাঁকুনির ফলে স্থির তড়িৎ বেশি পরিমাণে উৎপন্ন হলে বিদ্যুৎ স্ফুলিঙ্গের সৃষ্টি হয়। এর ফলে পেট্রোলে আগুন ধরে যাওয়ার শঙ্কা থাকে। কারণ, পেট্রোল খুবই দাহ্য পদার্থ। এরকম বিবেচনা করে ১টি লোহার মোটা শিকলকে গাড়ির পেছনে ঝুলিয়ে দেওয়া হয়, যাতে রাস্তার সঙ্গে যোগাযোগ রক্ষা করা যায়। পেট্রোলের অনবরত ঘর্ষণের ফলে স্থির তড়িৎ উৎপন্ন হওয়ামাত্র, লোহার শিকলটি বেয়ে তা মাটিতে চলে যেতে পারে। ফলে গাড়িতে আগুন লাগার আশঙ্কা থাকে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ