শেয়ার করুন বন্ধুর সাথে

নিউটনের ২য় সূত্রের ব্যাখাঃ আমরা নিউটনের ২য় সূত্রকে একটি সমীকরণ হিসেবে লিখতে পারি। বল যদি ঋ হয় এবং সমানুপাতি ঋ -কে যদি ১ ধরি নিই, তাহলে ঋ=সধ । এই ছোট ও সহজ সমীকরণ যে পদার্থবিজ্ঞানে কি বিপ্লব ঘটিয়ে দিতে পারে, তা সেটি বিশ্বাস করা কঠিন। নিউটনের ২য় সূত্রটি শুধু রৈখিক গতির জন্য সত্যি নয়, এটি যেকোনো গতির জন্য সত্যি। নিউটনের ২য় সূত্র ব্যবহার করে, মহাকর্ষ বলের কারণে সূর্যকে চারদিকে ঘুরতে থাকা গ্রহগুলোর গতিও ব্যাখা করা যাবে।১টি বস্তুর উপর যদি বল প্রয়োগ হয়, তাহলে নিউটনের ২য় সূত্র ব্যবহার করে খুব সহজে ত্বরণ বের করা সম্ভব। ত্বরণ জানা থাকলে, গতির সূত্রগুলো ব্যবহার করে তার বেগ অথবা অতিক্রান্ত দূরত্ব বের করা যাবে। ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ