শেয়ার করুন বন্ধুর সাথে

বৃহষ্পতির ৬৭টি নামকরণকৃত উপগ্রহ রয়েছে। এদের মধ্যে ৪৭টির ব্যাস ১০কিলোমিটারের চেয়েও কম এবং ১৯৭৫ সালের পর আবিষ্কৃত। বৃহষ্পতির সবচেয়ে বড় চারটি উপগ্রহ হলো আইয়ো, ইউরোপা, গ্যানিমেড এবং ক্যালিস্টো, এদেরকে গ্যালিলীয় উপগ্রহ বলা হয়ে থাকে আবিষ্কারকের নামানুসারে। বৃহস্পতির উপগ্রহসমূহ হলো: 1.মেটিস (Metis) 2.অ্যাড্রাস্টিয়া (Adrastea) 3.অ্যামালথিয়া (Amalthea) 4.থীবী (Thebe) 5.আইয়ো (Io) 6.ইউরোপা (Europa) 7.গ্যানিমেড (Ganymede) 8.ক্যালিস্টো (Callisto) 9.থেমিস্টো (Themisto) 10.লেডা (Leda) 11.হিমালিয়া (Himalia) 12.লিসিথিয়া (Lysithea) 13.এলারা (Elara) 14.ডিয়া 15.কার্পো (Carpo) 16.এস/২০০৩ জে ১২ (S/2003 J 12) 17.ইউপোরি (Euporie) 18.এস/২০০৩ জে ৩ (S/2003 J 3) 19.এস/২০০৩ জে ১৮ (S/2003 J 18) 20.থেলজিনো (Thelxinoe) 21.ইউয়ান্থ (Euanthe) 22.হেলিক (Helike) 23.ওর্থোসাই (Orhtosie) 24.লোকাস্ট (Locaste) 25.এস/২০০৩ জে ১৬ (S/2003 J 16) 26.প্র্যাক্সিডিক (Praxidike) 27.হার্পালিক (Harpalyke) 28.নেম (Mneme) 29.হারমিপ (Hermippe) 30.থাইয়োন (Thyone) 31.আনাক (Anake) 32.হার্স (Herse) 33.অ্যাল্টন (Altne) 34.কেল (Kale) 35.টাইগেট (Taygete) 36.এস/২০০৩ জে ১৯ (S/2003 J 19) 37.কালডেনে (Chaldene) 38.এস/২০০৩ জে ১৫ (S/2003 J 15) 39.এস/২০০৩ জে ১০ (S/2003 J 10) 40.এস/২০০৩ জে ২৩ (S/2003 J 23) 41.এরিনোম (Erinome) 42.এওয়েড (Aoede) 43.ক্যালিকোর (Kallichore) 44.ক্যালাইক (Kalyke) 45.কার্ম (Carme) 46.ক্যালিরহো (Callirrhoe) 47.ইউরিডোম (Eurydome) 48প্যাসিথি (Pasithee) 49.কোর (Kore) 50.সাইলিন (Cyllene) 51.ইউকেল্যাড (Eukelade) 52.এস/২০০৩ জে ৪ (S/2003 J4) 53.প্যাসিফা (Pasiphae) 54.হেজেমোন (Hegemone) 55.আর্ক (Arche) 56.আইসোনো (Isonoe) 57.এস/২০০৩ জে ৯ (S/2003 J 9) 58.এস/২০০৩ জে ৫ (S/2003 J 5) 59.সিনোপ (Sinope) 60.স্পোন্ড (Sponde) 61.অটোনো (Autonoe) 62.মেগাক্লাইট (Megaclite) 63.এস/২০০৩ জে ২ (S/2003 J 2) 64.এস/২০১০ জে ১ (S/2010 J 1) 65.এস/২০১০ জে ২ (S/2010 J 2) 66.এস/২০১১ জে ১ (S/2011 J 1) 67.এস/২০১১ জে ২ (S/2011 J 2)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ