শেয়ার করুন বন্ধুর সাথে

তরঙ্গ হচ্ছে একটা মাধ্যমের ভেতর দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় শক্তি পাঠানোর একটা প্রক্রিয়া, যেখানে মাধ্যমের কণাগুলো তার নিজের অবস্থানে স্পন্দিত হতে পারে কিন্তু সেখান থেকে সম্পূর্ণ সরে যায় না। যেমনঃ পানির ঢেউ একটি তরঙ্গ। কেননা এখানে ঢেউটা নদীর কূলে এসে একটা নির্দিষ্ট শক্তিতে আঘাত করে। তাই নিশ্চিতভাবে, এক জায়গা থেকে অন্য জায়গায় শক্তি পাঠানো হয়েছে। আবার এই সময়ে পানিতে ভাসমান কোনো কচুরিপানার দিকে তাকালে দেখব যখন ঢেউটি যাচ্ছে সেই মুহূর্তে কচুরিপানাটি উপরে উঠেছে এবং নিচে নেমেছে এবং ঢেউ চলে যাবার পর আবার আগের মতো স্থির হয়ে গেছে, মোটেও ঢেউয়ের সাথে সাথে তীরে এসে আছড়ে পড়েনি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ