এটার উত্তর হবে ছায়া । ব্যাখাঃ ছায়া মানুষ নয়, প্রাণীও নয় । সাধারণত আমাদের ছায়া গাছে গাছে থাকে, বলা হয়েছে, গাছে গাছে ঘুরে । আমি যদি ফাঁকা জায়গায় আলোতে গায়ের জোরে লাথি মারি, তাহলে দেখা যায়, ছায়াটাও হুবহু এরকম করে, তাই ছায়া লাথি দিলে লাথি দেয় শরীরের জোরে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ