আপনি রোদে বেশি যাবেন না।গায়ের রং কালো হয় রোদে গেলে।আর যদি রোদে যাওয়ার খুব বেশি প্রয়োজন পড়ে তাহলে মুখে সানস্কিন ক্রিম লাগিয়ে যাবেন।এই ক্রিম রোদ থেকে আপনার ত্বককে রক্ষা করবে আর বাইর থেকে আসার পর ভালো একটি ফেসওয়াস দিয়ে আপনার মুখ ভালো করে ধুয়ে নিবেন এতে করে ত্বকের মধ্যে  ধুলাবালি ময়লা জমতে পারবে না।আর বেশি বেশি পানি পান করুন।আশা করি আপনি আপনার আগের ত্বক ফিরে পাবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

উত্তর: ত্বকের যত্নে আপনি যা করবেন: ১. নিয়মিত গোসল করা । নিয়মিত গোসল করলে ত্বক বা চামড়ার সংক্রমণ, খুশকি,চুলকানি ইত্যাদি সমস্যা এড়ানো যায়। ২. অন্যের ব্যবহার করা তোয়ালে ব্যবহার করা উচিত নয়। দুই-একদিন পর নিজের ব্যবহৃত তোয়ালে বা গামছা গরম পানি ও সাবান দিয়ে পরিষ্কার করা ৩. ত্বকে কোনোরকম রোগ (যেমন: খোসপড়া, দাদ) দেখা দিলে ডাক্তারের পরামর্শ নেওয়া।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ