কুফরে লিপ্ত ব্যক্তি ইসলামের যাবতীয় বিধি-বিধানের প্রতি অবিশ্বাস পোষণ করে।তাই সে নিজেকে যেকোনো অনৈতিক ও পাপকাজে জড়িয়ে ফেলে। কাফির বা কুফরে লিপ্ত ব্যক্তি পরকাল,জান্নাত,জাহান্নাম ইত্যাদিতে বিশ্বাস করেনা।তাই সে নৈতিকতার গুরুত্ব উপলদ্ধি করতে পারেনা।এর ফলে সে নিজের স্বার্থে মিথ্যাচার,অনাচার,ব্যভিচার,প্রতারণা,ধোঁকাবাজি ইত্যাদি যে কোনো পাপ ও অনৈতিক কাজ সহজে এবং বিনা দ্বিধায় করতে পারে।এভাবে কুফরের মাধ্যমে সমাজে অনৈতিকতার প্রসার ঘটে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ