শেয়ার করুন বন্ধুর সাথে

হাদিসে আছে  কর্মের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। তাই কর্মের সাথে সাথে মুসলমানদের  কিছু গুরুত্বপূর্ণ আমল ও পালন করতে হয়।অমুসলিম হলে সমস্যা নেই ।তাদের এসব আমলের কোন প্রয়োজন নেই তাদের উন্নতি এমনিতেই হয়।     নিচে কিছু ভাল আমলের কথা তুলে ধরছি যে আমল গুলো করলে আপনার ব্যবসা বানিজ্যের উন্নতির আশা করা যায়। ১) (ইয়া হালিমু) -এই পাক নামটিকাগজে লিখেপানি দ্বারা ধুয়ে সেই পানি ব্যবসার মাল ও দাড়িপাল্লায় ছিটায়ে দিলে ব্যবসায় উন্নতি ও বরকত হয়।এছাড়া নৌকা বা জাহাজে ,পশুর গায়ে ছিটায়ে দিলে  সকল বিপদ মুক্ত থাকবে। ২) ( ইয়া গানিয়্যু)--এই পাক নামটি নিয়মিত ৭০ বার পাঠ করলে তার ব্যবসা বাণিজ্যে বরকত হবে। ৩) ইয়া মুতাকাবইবরু -এই পাক নামটি  রোজ ৬৯৩ বার পাঠ করলে সম্মান ও ব্যক্তিত্ব বৃদ্ধি পেতে থাকবে  এবং ব্যবসায় বরকত ও উন্নতি হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ