উত্তরঃ স্টুডেন্ট ডাচ বাংলা একাউন্ট খুললে আপনাকে এটিএম কার্ড দিবে,টাকা রাখার জন্য বাড়তি কোন চার্জ দিতে হবেনা,একাউন্ট খোলার পরদিন আপনার একাউন্ট চালু হয়ে যাবে এমনকি আপনি ২লাখ পর্যন্ত টাকা রাখতে পারবেন।ডাচ বাংলা একাউন্ট খুলতে আপনার যা যা লাগবেঃ১।নিজের ২কপি পাসপোর্ট সাইজের ছবি ২।নমিনীর ১কপি পাসপোর্ট সাইজের ছবি ৩।ব্যাংকে একাউন্ট আছে এমন কাউকে লাগবে ও তার স্বাক্ষর লাগবে ৪।আপনি যে বাসায় থাকেন সেই বাসার ইলেকট্রিক বিল লাগবে,বাসা নিজের না হলেও মালিকেরটা দিলেও হবে। আপনাকে ডাচ বাংলা ব্যাংকের বিভিন্ন শাখা থেকে ফরম নিয়ে সেটা পূরণ করে একাউন্ট খুলতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ