শেয়ার করুন বন্ধুর সাথে

অ্যাসিড বৃষ্টি কেন হয়:- (ইংরেজি ভাষায়:Acid rain) এক ধরনের বৃষ্টিপাত, যার প্রকৃতি অম্লীয়(ph<৭)। সাধারণত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং বিভিন্ন কারখানা থেকে সৃষ্ট অম্লীয় অক্সাইড (SO2,NO2,CO2) সমূহ বায়ুমণ্ডলের জলীয়বাষ্প (H2O) কণা এবং অক্সিজেনের (O2) সাথে বিক্রিয়া করে অম্ল উৎপন্ন করে। এই অম্ল ঐ অঞ্চলে বা দূরবর্তী কোন স্থানে বৃষ্টির জলের সাথে ঝরে পড়ে। অম্লীয় প্রকৃতির কারণে উক্ত বৃষ্টিপাত অম্ল-বৃষ্টি তথা অ্যাসিড বৃষ্টি নামে পরিচিত। অ্যাসিড-বৃষ্টির ক্ষয়কারী ধর্ম পরিবেশের ব্যাপক ক্ষতিসাধন করে। বিভিন্ন জীবাশ্ম জ্বালানী যেমন: কয়লা, প্রাকৃতিক গ্যাস, তেল ইত্যাদির দহনের ফলে সালফারের অক্সাইড (SO2, SO) সমূহ এবং নাইট্রোজেনের (N) বিভিন্ন অক্সাইড উৎপন্ন হয়। ধন্যবাদ... সূত্র : ইন্টারনেট

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ