SCR এর সুবিধাঃ- *এত কোন মুভিং পার্টস নেই বলে নয়েজ থাকে না। *এর দক্ষতা অনেক বেশি হয়। *এর সুইচিং স্পীড খুব বেশি হয় (সেকেন্ডে ১০ বার)। *এটা ওজনে হালকা ফলে ত্রুটিমুক্ত সার্ভিস দেয়। *এর পাওয়ার গেইন খুব বেশি। SCR এর ব্যবহারঃ- *এটা খুব দ্রুত গতি সম্পন্ন সুইচ হিসেবে ব্যবহার হয়। *ডিসি শান্ট মোটরের গতি নিয়ন্ত্রণে ব্যবহার হয়। *ওভার লাইট ডিটেক্টর হিসেবে। *AC কে DC তে রুপান্তর করার জন্য। *রাডার মডুলেটর এবং সার্ভো সিস্টেমে ব্যবহার হয়।

Talk Doctor Online in Bissoy App