শেয়ার করুন বন্ধুর সাথে

পদার্থের মধ্যে অবস্থানকৃত মুক্ত ইলেকষ্ট্রন সমূহ নিদিষ্ট দিকে প্রবাহিত হওয়ার হারকে কারেন্ট বলে । পরিবাহীর পরমানুগুলোর ইলেকট্রনসমূহকে স্থানচ্যুত করতে যে বল বা চাপের প্রয়োজন তাকে  ভোল্টেজ বলে । এককথায় বলতে গেলে ইলেক্ট্রনকে এক স্থান হতে অন্য স্থানে প্রেরন করা ভোল্টেজের কাজ এবং কারেন্ট হচ্ছে ইলেক্ট্রনের প্রবাহ ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ