skitto sim বাংলাদেশের নতুন জেনারেশনের জন্য তৈরি করা হয়েছে।এই সিমের কলরেট অধিক সাশ্রয়ী।এবং ব্যবহার করতে  কোনো ঝামেলা নেয়।skitto sim এর মূল্য ১১০ টাকা।আপনি যেকোনো গ্রামীনফোন সেন্টারে সিমটি পাবেন। কল রেট: Skitto to Skitto : 25p/min Skitti to Other operator:60p/min নতুন সিমের সাথে যা যা পাবেন: (১)দশ টাকা ব্যালেন্স (২) একশো ফ্রি এসএমএস (৩)৫০ এমবি ফ্রি ডাটা (৪) skitto ওয়েবসাইটে গিয়ে আপনি একটা ফ্রি প্রমো কোড পাবেন যেটা দিয়ে আপনি ১৫০ এমবি পাবেন (৫)প্লেস্টোর থেকে skitto এপ ডাউনলোড করে সেট আপ করলেই পাবেন ২ জিবি ডাটা। সিমটির মূলত সবকিছুই আপনি একটিমাত্র এপ দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবেন।কোনো ঝামেলা নেয়।এছাড়া আপনি skitto to skitto খুব সহজে এমবি,টাকা এগুলি ট্রান্সফার করতে পারবেন। এছাড়া সিমটিতে আরো অনেক ভালো ভালো অফার রয়েছে।সবমিলিয়ে skitto সিমটি আমার সেরা মনে হয়েছে

Talk Doctor Online in Bissoy App