শেয়ার করুন বন্ধুর সাথে

আমাদের রক্তের গ্রুপ কি হবে তা নির্ভর করে আমাদের শরীরে কোন ধরণের এন্টিজেন আছে তার উপর। আমাদের রক্তের লোহিত রক্ত কণিকা সর্বোচ্চ দুটি এন্টিজেন ধরতে পারে।  যে এন্টিজেন থাকে, এন্টিবডি থাকে তার বিপরীত।    A ব্লাড গ্রুপে এন্টিজেন থাকে , এন্টিবডি থাকে B।  আবার, B ব্লাড গ্রুপে তার বিপরীত ঘটনা হয়।  AB ব্লাড গ্রুপে A, B দুটো এন্টিজেন থাকলেও কোন এন্টিবডি নেই।  O গ্রুপে কোন এন্টিজেন ই থাকে না।  বংশানুক্রমিকভাবে আমাদের দেহে এক সেট জিন আসে আমাদের বাবা থেকে, অন্য সেট আসে আমাদের মা থেকে।  আমাদের দেহে কোন ধরণের এন্টিজেন থাকবে তা নির্ভর করছে আমাদের বাবা মা থেকে কোন সেটের জিন আসছে তার উপর। দুই সেট জিনের মধ্যে যেকোন একটি অন্যটির চেয়ে বেশি সক্রিয়।  সক্রিয় জিন টি প্রকাশ পায়, অন্য জিন টি সুপ্ত অবস্থায় থাকে।  যেমনঃ  A এন্টিজেনের দুই সেট মিলে A ব্লাডগ্রুপ সৃষ্টি করবে, A এন্টিজেনের দুই সেট মিলে B ব্লাডগ্রুপ সৃষ্টি করবে, একটি A এন্টিজেন ও B একটি এন্টিজেন মিলে AB ব্লাডগ্রুপ সৃষ্টি করবে।  ধারণা করা হয়, A ও B ব্লাডগ্রুপ এর মিউটেশনে O ব্লাডগ্রুপ সৃষ্টি হয়েছে। পৃথিবীর ভৌগলিক কারণে অঞ্চল ভেদেও মানুষের রক্তের গ্রুপ ভিন্ন হয়ে থাকে।  এক থিওরি অনুযায়ী, A ব্লাড গ্রুপ এর সূচনা হয় ইউরোপে, B ব্লাড গ্রুপ এর সূচনা হয় এশিয়ায়, O ব্লাড গ্রুপ এর সূচনা হয় দক্ষিণ এমেরিকায় এবং মাইগ্রেশনের ফলে সব স্থানেই সব ধরণের রক্তের গ্রুপ পাওয়া যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ