হ্যা সমুদ্রের পানি ও বণহীন পুরো কারসাজী তো করে সুযের আলো । সুযের আলো সাদা। সাদা রং সাতটি রং আসমানি,সবুজ,হলুদ বেগুনী,নীল,কমলা এই সাতটি রংয়ের মধ্যে সমুদ্রের পানি দীঘতরঙ্গের রং গুলো শোষণ করে নেয়। কিন্তূ ক্ষুদ্রতরঙ্গ নীল বণের আলো প্রতিফলিত করে দেয় তাই আমাদের চোখ সমুদ্রের পানি নীল দেখতে পায়। আমি বিজ্ঞান প্রেমী মানুষ বিজ্ঞান বিভাগের ছাত্র নই ভুল হলে যেটা সঠিক এটা জানাবেন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ