শেয়ার করুন বন্ধুর সাথে

টেনডন মূলত কোলাজেনাস ফাইবার দিয়ে তৈরি ঘন তন্তুযুক্ত সংযোগকারী টিস্যু দিয়ে গঠিত। প্রাথমিক কোলাজেন ফাইবার, কোলোজেন ফাইব্রিলের আঁটি নিয়ে গঠিত এবং যার সাধারণ একক হচ্ছে টেনডন ।  মাংশপেশির প্রান্তভাগ দড়ি এবং রজ্জুর মতো শক্ত হয়ে অস্থির গায়ে লেগে থাকে। এই শক্ত অংশের নাম টেনডন। টেনডন ঘন, শ্বেত তন্তুময় যোজক কলা দিয়ে গঠিত। ম্যাট্রিক্সে শাখা-প্রশাখাবিহীন শ্বেত তন্তু বিদ্যমান থাকে। এরা  পরস্পর সমান্তরলভাবে বিনাস্ত থাকে । অনেকগুলো তন্তু একত্র করে আঁটি বা বান্ডিল তৈরি করে। এই আঁটি আবার অনেকগুলো আঁটি দ্বারা একত্রিত হয়ে আটিগুচ্ছ তৈরি করে। অ্যারিওলার টিস্যু দ্বারা দ্বারা বেষ্টিত হয়ে এটি আরো বড় আঁটিতে শ্রেণিবদ্ধ হয় এবং এই টিস্যুর মধ্যদিয়ে রক্তনালি, লসিকানালি এবং স্নায়ু প্রবেশ করে। টেনডন তুলনামূলকভাবে কম স্থিতিস্থাপক। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ