শেয়ার করুন বন্ধুর সাথে

তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে যখন একটি ধাতুর উপর আরেকটি ধাতুর উপর প্রলেপ দেবার পদ্ধতিকে ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপন বলে।  ইলেকট্রোপ্লেটিং করার সময় কম সংক্রিয় ধাতু বা যা দ্বারা প্রলেপ দেওয়া হবে তা অ্যানোডে রাখা হয় । আর যাকে প্রলেপ দেব তা ক্যাথডে দেওয়া হয় । অ্যানোডে যে তড়িৎদ্বার ব্যবহার করব তার অক্সাইড দ্রবণে রেখে দিতে হবে।  এই প্রক্রিয়া চলাকালীন রাসায়নিক বিক্রিয়া এরকমভাবে চলে ( যদি আমরা সিলভার নাইট্রেট দ্রবণে সিলভার তড়িৎদ্বার দিয়ে লোহায় ইলেকট্রোপ্লেটিং করি । ) -  AgNo3 + Ag+ +NO3- (বিয়োজন ) অ্যানোডে : Ag = Ag++ e-  ক্যাথডে  : Ag+ + e- = Ag এই কাজটি করা হয় যাতে বাতাসের অক্সিজেনের সাথে ধাতুটি বিক্রিয়া করে নষ্ট না হয়ে যায় । যেহেতু কম সক্রিয় ধাতু বাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করেনা তাই এই কাজে কম সক্রিয় ধাতু ব্যবহার করা হয়। লোহায় যখন সিলভার ধাতুর প্রলেপ হতে থাকবে তখন অ্যানোডে থাকা সিলভার তড়িৎদ্বার ক্ষয় হতে থাকবে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ