নবম দশম শ্রেনিতে বিজ্ঞান  মানবিক এবং ব্যবসা (কমার্স)  শাখা আছে।  বিজ্ঞান শাখায়:- পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞান এবং এছাড়া আলাদা করে উচ্চতর গণিত ফোর সাবজেক্ট হিসেবে থাকে। সেই সাথে থাকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। মানবিক শাখায়:- বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা , ভূগোল ও পরিবেশ , পৌরনীতি ও নাগরিকতা , এবং এছাড়াও আলাদা করে কৃষি ফোর সাবজেক্ট হিসেবে থাকে। আলাদা বিজ্ঞান বই থাকে।  ব্যবসা - হিসাববিজ্ঞান , অর্থনীতি, ফিন্যান্স ও ব্যাংকিং এবং ব্যবসায় উদ্যোগ থাকে।   তালিকা (বইয়ের নাম )

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ