একজন ঈমানদারের জন্য সাধারণ কতর্ব্য হলো, আজান হলে সালাত আদায়ের প্রস্তুতি নেয়া এবং মসজিদে যাওয়া।   কিন্তু বিশেষ প্রয়োজনে শুয়ে থাকতে বাধা নেই। বিনা প্রয়োজনে শুয়ে থেকে জামাআত পরিত্যাগ করা বা সালাতের সময় পার করে দেয়া কোন ভাবেই বৈধ নয়। চাই তা মাগরিবের সালাত হোক বা অন্য কোন সালাতের আজান হোক আজানের সময় শুয়ে থাকলে উঠে বসতে বলা হয়। এছাড়া ইসলামি স্কলারদের অনেকেই বলেছেন, মাগরিবের নামাজের পর অথবা মাগরিব ও এশার মধ্যবর্তী সময় থেকে নিয়ে এশার আগ পর্যন্ত ঘুমানো মাকরূহ। হজরত আবু বারযা আল আসলামি (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) এশার আগে ঘুমানো এবং এশার পর কথাবার্তা বলাকে অপছন্দ করতেন। (সহিহ বোখারিঃ ৫৭৪ সূনান তিরমিজী, হাদিস নম্বরঃ ১৬৮)। ©

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ