আসাদুল্লাহ ভাই, আপনাকে একটা কথা জানিয়ে রাখি যে, আমাদের ই-নলেজ সাইটে উত্তরে ভোট প্রদান/ভোট পেলে ১ পয়েন্ট করে এবং উত্তর সর্বোত্তম হিসেবে নির্বাচিত হলে বোনাস হিসেবে ২ পয়েন্ট করে প্রদান করা হয় আর এই কারনে সমান সমান প্রশ্নোত্তর করলেও পয়েন্টের হেরফের আই মিন পয়েন্ট কম বেশি হয়।ভালো করে দেখুন, আহসানি প্রিয়া আপু উনার উত্তরে আনেক ভোট পেয়েছেন + অনেক উত্তর সর্বোত্তম পেয়েছেন। আর এই কারনে আপনার থেকে আহসানি প্রিয়া আপু বেশি পয়েন্ট পেয়েছেন। আশা করি উত্তরটা পেয়েছেন ভাই... ধন্যবাদ ই-নলেজের সাথেই থাকুন...

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি প্রাপ্তঃ 50 সম্মত ভোট, 1 টি অসম্মত ভোট, আর উনি প্রাপ্তঃ 421 সম্মত ভোট, 1 টি অসম্মত ভোট।দেখুন , কোথায় ৫০ আর কোথায় ৪২১! এভাবে বেশী ভোট + সর্বোত্তম উত্তরের জন্য আরো বাড়তি পয়েন্ট। শুনুন ভাই, শুধু উত্তর প্রদান করলেই পয়েন্ট পাওয়া যায় না।অন্যান্য কার্যক্রমের ভিত্তিতেও পয়েন্ট দেওয়া হয়।আর উনি আপনার থেকে বেশী নির্বাচিত বা সর্বোত্তম উত্তর হিসেবে নির্বাচিত উত্তর দিয়েছেন। নিবন্ধন করলে ৫ পয়েন্ট পাবেন। প্রশ্ন করলে ১ পয়েন্ট পাবেন। প্রশ্নের উত্তর দিলে ৩ পয়েন্ট পাবেন। আপনার উত্তরটি সর্বোত্তম হিসাবে নির্বাচিত হলে আরো বোনাস ২ পয়েন্ট পাবেন। আপনার উত্তরে কেউ ভোট দিলে ১ পয়েন্ট পাবেন। এছাড়া অন্যান্য কার্যক্রমের জন্যও পয়েন্ট পাওয়া যায়। লক্ষ্যে করুন, উনি আপনার থেকে ২৭১ পয়েন্ট বেশী।(১৫৩৯-১২৬৮=২৭১) কারণ, উনি আপনার থেকে ৩৭১টি উচু ভোট পাওয়ার জন্য ৩৭১পয়েন্ট বেশী পেলেন + ৩টি সর্বোত্তম উত্তরের জন্য ৬পয়েন্ট বেশী।তাহলে ৩৭১+৬=৩৭৭।+২টি উত্তর বেশী  তাহলে আরো ৬ পয়েন্ট বারতি।এখন হলো ৩৮৩ পয়েন্ট।বিভিন্ন হিসাবের জন্য পয়েন্ট কম বেশী হবেই আবার দেখুন, উনি আপনার থেকে ২৭১ পয়েন্ট বেশী।কারণ উনি এই মাসেই সকল পয়েন্ট করেছেন।আপনি হয়তো ভোট+সর্বোত্তম উত্তম গতমাসেই অনেক পেয়েছেন।এ মাসে কম পেয়েছেন।এজন্য পয়েন্টের তারতম্য হবে।  ***উদাহারণসরূপ গত মাসে ৪৮টি ভোট পেয়েছিলেন।এখন পেলেন ৩টি।তাই এই মাসের নলেজ গুরুতে শুধু ৩ পয়েন্ট বেড়েছে।আবার উনি এই মাসেই ৪২১ ভোট পেলেন।তাই নলেজ গুরুতে ৪২১পয়েন্ট যুক্ত হয়েছে।অর্থাৎ প্রশ্নোত্তর উনার আর আপনার সমান থাকলেও উনি আপনার হেকে ৪২১ পয়েন্ট বেশী। আরো কার্যক্রমের জন্য প্রশ্নোত্তর প্রায় সমান থাকা সত্ত্বেও উনি আপনার থেকে বেশী পয়েন্ট পেয়েছেন। আশা করি বুঝতে পেরেছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ