শেয়ার করুন বন্ধুর সাথে

আকদ আরবি শব্দ; এর বাংলা প্রতিশব্দ হলো বন্ধন। বংলাদেশে চুক্তি সম্পাদন লক্ষ্যে যে অনুষ্ঠান হয় সেটিকে আকদ বলে।এটি সম্পন্ন হলেই বিবাহবন্ধন ধর্মিয় স্বীকৃতি লাভ করে। সাধারণতঃ সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত কাজী বা মুসলিম বিবাহ রেজিষ্ট্রারের উপস্হিতিতে ঘটে।আকদকালে বর, কনে, সাক্ষীগণ ও কাজী উপস্থিত থাকে।উভয়পক্ষের ঘনিষ্ট জনরাও উপস্থিত থাকেন। এটি কনের অভিভাবকের আবাসে, সাধারণতঃ অনুষ্ঠিত হয়। তখন অভিভাবক খাবারদাবারের/ভোজের ব্যবস্থা করেন। কাজীর অনুপস্থিতিতেও এটি অনুষ্ঠিত হতে পারে।পরে কাজীর অফিসে গিয়ে রেজিষ্ট্রি করাতে হবে ;অন্যথায় বাংলাদেশী আইনি ভিত্তি অনুপস্থিত থাকবে। অর্থাৎ সাধারণতভাবে বিয়ে করতে হলে সবাইকে ২টি রীতি পালন করতে হয়৷  ১. নিজ ধর্ম অনুযায়ী বিয়ে করার যে নিয়ম গুলো আছে সেগুলো পালন করে বিয়ে করা। ২. রাষ্ট্রীয় রীতিনীতি যেমন রেজিষ্ট্রি করা। যেটা করা বাধ্যতামূলক।    আর আকদ বিয়ে তে শুধু ধর্মীয় রীতিমত বিয়ে করিয়ে পরে রেজিষ্ট্রি করানো হয়। তবে কোনোক্ষেত্রে রেজিষ্ট্রিও একই সাথে করানো হয়। এটাই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ