শেয়ার করুন বন্ধুর সাথে

১. ওয়ালটন পরিবার মেক্সিকোর ওয়ালটন পরিবার এই তালিকার শীর্ষে আছে। এদের সম্পদের পরিমাণ ১৯০ দশমিক ৫ বিলিয়ন ডলার। ওয়ালটন মূলত খুচরা ব্যবসা করে। স্যাম ওয়ালটন ১৯৬২ সালে এটি প্রতিষ্ঠা করেন। তাদের প্রতিষ্ঠিত কোম্পানি ওয়ালমার্ট এখন বিশ্বের সবচেয়ে বড় কোম্পানির একটি, ২০১৯ সালের নভেম্বর পর্যন্ত তাদের রাজস্ব ছিল ৫১৪ দশমিক ৪ বিলিয়ন ডলার। ২. মার্স পরিবার ১২৬ দশমিক ৫ বিলিয়ন ডলার নিয়ে যুক্তরাষ্ট্রের মার্স পরিবার তালিকায় দ্বিতীয় স্থানে আছে। কনফেকশনারি বেকারি দিয়ে এই পরিবারের ব্যবসা শুরু হয়, পরবর্তীকালে যা আরও অন্যান্য ব্যবসায় সম্প্রসারিত হয়। ফরেস্ট মার্স সিনিয়রের তৈরি এই ব্যবসার মালিকানা এখন তাঁর তিন সন্তানের হাতে। ৩. কোচ ভ্রাতৃদ্বয় কোচ ভাইদের সম্মিলিত সম্পদের পরিমাণ ১২৪ দশমিক ৫ বিলিয়ন ডলার। তারা এখন বিশ্বে তৃতীয় ধনী পরিবার। তেলের ব্যবসা দিয়ে এরা ব্যবসা শুরু করে। কিন্তু এখন তাদের মনোযোগ রাজনীতিতে। পাশাপাশি বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানেও তারা এখন বিনিয়োগ করছে। ৪. আল সৌদ-সৌদি রাজ পরিবার সৌদি আরবের রাজ পরিবার আল সৌদ পরিবারের সম্পদের পরিমাণ প্রায় ১০০ বিলিয়ন ডলার। বিশ্বের সবচেয়ে লাভজনক কোম্পানি সৌদি আরামকোসহ তেলশিল্পে এদের বিনিয়োগ আছে, সেখান থেকেই তারা এই সম্পদ তৈরি করেছে। ৫. ওয়েরথিমার পরিবার ফ্রান্সের ফ্যাশন হাউস চানেলের মালিক এই পরিবারের সম্পদের পরিমাণ ৫৭ দশমিক ৬ বিলিয়ন ডলার। দুই ভাই অ্যালান ও গারহার্ড ওয়েরথিমার এখন এই ব্যবসা পরিচালনা করছেন। তাঁদের পিতামহ এই ব্যবসা শুরু করেছিলেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ