Call

DOS এবং WINDOWS অপারেটিং সিস্টেম এর মধ্যে মূল পার্থক্য হলো:

DOS: এটি পুরোপুরি Text-Based, অর্থাৎ আপনাকে এখানে কাজ করতে হলে টেক্সট এর মাধ্যমে  command দিয়ে কাজ করতে হবে. এবং এটি User Friendly না. শুধুমাত্র যে DOS এর Command গুলো সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান রাখে সেই এইখানে কাজ কোনো পারবে। 

WIDNOWS: এটি Graphic Based Operating System, অর্থাৎ এখানে আপনি খুব সহজেই দেখে দেখে মাউস ব্যবহার করে বিভিন্ন কাজ সম্পাদন করতে পারবেন। এবং এটি খুবই User Friendly, অর্থাৎ যার Windows সম্পর্কে বেশি জ্ঞান নেই, সেও এখানে কাজ করতে পারবে।

Talk Doctor Online in Bissoy App