শেয়ার করুন বন্ধুর সাথে

কোন ব্যাক্তি কোন শিশুকে বাল্যবিবাহ করতে বা করাতে বাধ্য করতে পারবে না। এখানে শিশু বলতে ঐ ব্যক্তিকে বুঝাবে যার বয়স পুরুষ হলে একুশ বছরের নিচে এবং নারী হলে আঠার বছরের নিচে। বাল্যবিবাহ বলতে ঐ বিবাহকে বুঝায় যেখানে বিবাহের পক্ষগণের যে কোন একপক্ষ শিশু।  শিশু বিবাহকারী একুশ বছরের নিচে পুরুষ লোকের শাস্তি বালিত করা হয়েছে। কেউ একুশ বছরের বয়সোর্ধ্ব পুরুষ বা আঠারো বয়সোর্ধ্ব মহিলা হয়ে কোন বাল্যবিবাহের চুক্তি করলে, একমাস পর্যন্ত বিনাশ্রম কারাবাসে বা এক হাজার টাকা পর্যন্ত বর্ধনযোগ্য জরিমানায় বা উভয়বিধ শাস্তিযোগ্য হবে। কেউ যেকোন বাল্যবিবাহের অনুষ্ঠান পরিচালনা বা নির্দেশ দিলে তিনি এক মাস পর্যন্ত বিনাশ্রম কারাবাসে বা এক হাজার টাকা পর্যন্ত বর্ধনযোগ্য জরিমানায় বা উভয়বিধ দন্ডে শাস্তিযোগ্য হবেন যদি না তিনি প্রমাণ করতে পারেন যে ঐ বিয়ে কোন বাল্যবিবাহ ছিল না।  যেক্ষেত্রে কোন নাবালক কোন বাল্যবিবাহের চুক্তি করে সেক্ষেত্রে ঐ নাবালকের ভারপ্রাপ্ত যেকোন ব্যক্তি যেমন পিতা-মাতা হোক বা অভিভাবক হোক বা অন্য কেউ হোক, আইনসম্মত হোক বা বেআইনী হোক যদি ঐ বিয়েতে উৎসাহ দেন, অথবা বিয়ে অনুষ্ঠিত হওয়া হতে নিবারণ করতে অবহেলার কারনে ব্যর্থ হন তাহলে তিনি এক মাস পর্যন্ত বর্ধনযোগ্য বিনাশ্রম কারাবাসে বা একহাজার টাকা পর্যন্ত বর্ধনযোগ্য জরিমানায় বা উভয়বিধ দন্ডে শাস্তি পাবেন। তবে কোন মহিলাকে কারাবাসের শাস্তি দেওয়া হবে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ