প্রশ্নটা অনেক পুরণো।সাধারণত যে বস্তু ধরা ছোয়া যায়,নির্দিষ্ট পরিমাণ জায়গা দখল করে, বল প্রয়োগে বাধার সৃষ্টি করে এবং কঠিন তরল ও বায়বীয় অবস্থায় থাকে তাকেই মূলত আমরা পদার্থ বলি।এই দৃষ্টিকোন থেকে আলোর পদার্থ বৈশিষ্ট খুশে পাওয়া মুশকিল।সুতরাং আলো কোন পদার্থ নয় এবং তা কোন জায়গা দখল করেনা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ