শেয়ার করুন বন্ধুর সাথে

কোন বস্তু যদি আলোর শোষন বা প্রতিফলন কোনটিই না করে তবে ঐ বস্তুটি দেখতে স্বচ্ছ হয়। কাঁচ স্বচ্ছ হয়ার মূল কারন এটিই।   কাঁচ হলো মূলত সিলিকন এবং অক্সিজেনর সমন্বয়ে গঠিত এক ধরনের সমযোজী যৌগ। আমরা জানি সমযোজী যৌগে পরমানুর বহিঃস্থ কক্ষপথের ইলেকট্রন গুলো অত্যন্ত দৃঢ় ভাবে বন্ধনে আবদ্ধ থাকে , তাই এদেরকে নিজেদের অবস্থান থেকে বিচ্যুত করা খুবই কঠিন কাজ। ফলে যখন শক্তি (ফোটন, তাপ , বিদ্যুৎ ইত্যাদি) কাঁচের ইলেকট্রন গুলোর উপড় আপতিত হয় তখন ইলেকট্রন গুলো কোন ভাবেই উদ্দীপ্ত হয় না।অর্থাৎ কাঁচের অভ্যন্তরে থাকা ইলেকট্রন গুলো কোন শক্তি শোষন বা বিকিরন কোনটিই করে না।ফলে কাঁচ কোন র্বণই প্রর্দশন করে না। না কালো , না সাদা, না অন্য কিছু।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ