নবী (সা.) এর কন্যা ছিলেন চারজন। জয়নব (রা.), রুকাইয়া (রা.), উম্মে কুলছুম (রা.) ও ফাতেমা (রা.)। সব মেয়েই তাঁর প্রথম স্ত্রী উম্মুল মুমিনিন খাদিজা (রা.) এর গর্ভে জন্মগ্রহণ করেন। তাঁরা সবাই ইসলাম গ্রহণ এবং হিজরতের গৌরব লাভ করেন। জয়নব বিনতে মুহাম্মদ (সা.) তিনি মহানবী (সা.) এর প্রথম মেয়ে। নবুয়তের ১০ বছর আগে তার জন্ম। ইসলামপূর্ব যুগে খালাতো ভাই আবুল আস বিন রবির সঙ্গে তার বিয়ে হয়।  রুকাইয়া বিনতে মুহাম্মদ (সা.) নবুয়তের সাত বছর আগে মক্কায় জন্ম। হাবশা ও মদিনা উভয় জায়গায় হিজরতের সৌভাগ্য লাভ করায় তাকে বলা হয় ‘দুই হিজরতের অধিকারিণী’। তাকে উম্মে আবদুল্লাহ নামেও ডাকা হতো। ১০ বছর বয়সে প্রথম বিয়ে হয় চাচা উতবা বিন আবি লাহাবের সঙ্গে। বাবার ঘোর শত্রু শ্বশুর আবু লাহাবের বিরুদ্ধে পবিত্র কুরআনে সূরা নাজিল হলে স্বামী তাকে তালাক দেয়। নবী (সা.) এর কাছে ওসমান বিন আফফান (রা.) তাকে বিয়ের প্রস্তাব দিলে তার সঙ্গে বিয়ে দেন।  উম্মে কুলসুম বিনতে মুহাম্মদ (সা.) মহানবী (সা.) এর তৃতীয় মেয়ে। নবুয়তের ছয় বছর পূর্বে জন্ম। বোন রুকাইয়া (রা.) এর ইন্তেকালের পর শোকবিহ্বল মুহূর্তে রাসূল (রা.) তাকে ওসমান (রা.) এর সঙ্গে বিয়ে দেন। নবী (সা.) এর দুই মেয়ের স্বামী হওয়ার সৌভাগ্যের কারণে ওসমান (রা.) কে জুন্নুরাইন তথা দুই নূরের অধিকারী উপাধিতে ভূষিত করা হয়। ফাতেমা বিনতে মুহাম্মদ (সা.) রাসূল (সা.) এর সর্বকনিষ্ঠ মেয়ে। তার জন্ম নবুয়তের পাঁচ বছর আগে। মদিনায় হিজরতের দুই বছর পর আলী বিন আবি তালেব (রা.) এর সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ