শেয়ার করুন বন্ধুর সাথে

পৃথিবীর ভূত্বক থেকে কেন্দ্রের দিকের দূরত্ব হচ্ছে প্রায় ৫০০০-৬০০০ কিলোমিটার। আর এ বিশাল জায়গা জুড়ে আছে বিভিন্ন উপাদানের স্তর। যেমনঃ Curst বা ভূত্বকঃ পৃথিবীর উপরিতল থেকে ভেতরের দিকে প্রায় ৩০-৩৫ কিলোমিটার স্থান জুড়ে ভূত্বকের স্থান। মাটি, বিভিন্ন জৈব ও অজৈব পদার্থ এবং সুবিশাল সমুদ্র এই ভূত্বকের অংশ, যদিও পৃথিবীর স্তরগুলোর মধ্যে এই স্তরই সবচেয়ে পাতলা। Mantle বা গুরুমন্ডল: এই স্তরটি ভূত্বক এর পরের স্তর। ভূত্বক থেকে শুরু করে ২৮০০-২৯০০ কিলোমিটার স্থান জুড়ে গুরুমন্ডলের স্থান। এই স্তরের অধিকাংশ স্থান জুড়ে রয়েছে গলিত পাথর, যাকে বলা হয় ম্যাগমা। এই স্থানের তাপমাত্রা ১০০০-৩০০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। Core বা কেন্দ্রমণ্ডলঃ এই স্তরটি গুরুমণ্ডল এর পর থেকে শুরু করে ২০০০-২২০০ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত। এই স্তরে রয়েছে প্রধানত গলিত লৌহ ও নিকেলের মিশ্রণ। কেন্দ্রমণ্ডলকে, Inner core বা অন্তঃস্থ কেন্দ্রমণ্ডল ও Outer core বা বহিঃস্থ কেন্দ্রমণ্ডল এই দুই ভাগে ভাগ করা হয়েছে। অন্তঃস্থ কেন্দ্রমণ্ডলের তাপমাত্রা প্রায় ৬০০০ ডিগ্রি সেলসিয়াস ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ