শেয়ার করুন বন্ধুর সাথে

পাগল ও উন্মাদের মধ্যে পার্থক্যঃ উন্মাদ মানে হচ্ছে—মত্ত, হতজ্ঞান, ভ্রষ্টবুদ্ধি, অবিবেচকতা, বিচার-মূঢ়তা ইত্যাদি। পক্ষান্তরে পাগল মানে হচ্ছে—অবোধ, দুরন্ত, অস্থির, চঞ্চল, প্রেমবিহ্বল ইত্যাদি। অর্থাৎ আমরা সহজ কথায় সহজভাবে বলতে পারি, সব উন্মাদের মাথা খারাপ, কিন্তু সব পাগলের মাথা খারাপ নাও হতে পারে। আরও সহজভাবে বলা যায়—সব উন্মাদই পাগল, কিন্তু সব পাগল উন্মাদ নয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ